• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হজ ব্যবস্থাপনায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা (ভিডিও)

মাশায়েল অমি, আরটিভি

  ০৬ জুলাই ২০১৯, ১৪:৪৫

হজ ব্যবস্থাপনায় গাফিলতি আর অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ।

সকালে আশকোনার হজ ক্যাম্পে সাংবাদিকদের একথা জানান তিনি। হজ যাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে আট হাজার যাত্রী নিয়ে ১৬ টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

হজ যাত্রার তৃতীয় দিনে কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই দেশ ছাড়ছেন হজ্বযাত্রীরা। এরই মধ্যে প্রায় ৮ হাজার জন যাত্রীকে নিয়ে রওনা হয়েছে আটটি ফ্লাইট।

দ্বিতীয়দিন থেকে ঢাকায় ইমিগ্রেশন সুবিধা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

এবারের হজ যাত্রায় কোনো ধরণের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ।

মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ না করে যেকোনো সমস্যা সমাধানে হজ এজেন্সির সাথে যোগাযোগের অনুরোধ করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

অন্যবারের চেয়ে এবারের হজ যাত্রা অনেক সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।


এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
এক ম্যাচে ৩১ গোল হজম করার অনুভূতি জানালেন গোলকিপার
টাকা কমানোয় এ বছর ৮৪ হাজার মুসল্লি হজ পালন করবেন : ধর্মমন্ত্রী
‘ঈদ এলে সেই পুড়ে যাওয়া কামিজের কথা মনে পড়ে’
X
Fresh