• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওয়ারীতে শিশু হত্যা: মামলা, জিজ্ঞাসাবাদের জন্য আটক কয়েকজন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ জুলাই ২০১৯, ১১:৫৯

রাজধানীর ওয়ারীতে সন্ধ্যায় সামিয়া আফরিন সায়মার (৭) নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সামসুজ্জামান মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি দারোয়ানসহ চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়ারীর বনগ্রাম মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ভবন শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সায়মা সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। নবাবপুরে ব্যবসা করেন তার বাবা আব্দুস সালাম।

জানা যায়, গতকাল শুক্রবার মাগরিবের নামাজের আগে থেকে সায়মা নিখোঁজ হন। পরে তার মরদেহ নির্মাণাধীন ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh