• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘নয়ন বন্ডের কার্যকলাপে দলের কারও সংশ্লিষ্ট থাকলে কঠোর ব্যবস্থা’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুলাই ২০১৯, ১২:০১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরগুনায় নয়ন বন্ডের সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে দলীয় কারও রাজনৈতিক সংশ্লিষ্ট থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সচিবালয়ে সচিবালয় রিপোর্টার্স ফোরামের নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধাপরাধী, জামায়াত বিএনপি পরিবারের সদস্য বা সাম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারে না।

প্রধানমন্ত্রীর ট্রেন বহরে হামলার রায় নিয়ে ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, আদালতের রায় বিএনপির বিরুদ্ধে গেলেই তারা রায় মানে না।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বরগুনার ঘটনায় দলীয় কারও সংশ্লিষ্ট থাকলে ব্যবস্থা নেয়া হবে।

গেল ২৬ জুন বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা রিফাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিফাত শরীফের মৃত্যু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh