• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বুড়িগঙ্গায় দ্বিতীয় দিনের অভিযানে দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ (ভিডিও)

শাহাবুদ্দিন শিহাব

  ০৩ জুলাই ২০১৯, ২০:৪০

বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে গুঁড়িয়ে দেয়া হয়েছে ছোট-বড় দেড়শতাধিক স্থাপনা। অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে উদ্ধার হওয়া জায়গা বেদখল হওয়ার অভিযোগ করে পরিবেশবাদিরা স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিআইডব্লিউটিএ জানায় নদী রক্ষায় শিগগিরই টেকসই সীমানা খুঁটি বসানো হবে।

রাজধানীর কেরানীগঞ্জের দক্ষিণ তীরে মান্দাইল খালঘাট থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিটিএ। ছোট-বড় কোন অবৈধ স্থাপনাই রেহাই পায়নি অভিযান থেকে।

বসতি, দোকান, কারখানা, গুদাম, ব্যবসা প্রতিষ্ঠানসহ সারাদিনে ১৫১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ পর্যন্ত চার দফায় মোট ৩৮ দিনের অভিযানে, বুড়িগঙ্গার বুক থেকে চার হাজার চারশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

তবে উচ্ছেদ স্থাপনার কোন কোন মালিক জমির বৈধ কাগজ থাকার দাবী করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী উদ্ধারে সকল নিয়ম-নীতি ‍অনুসরণ করেই অভিযান চলছে।

এদিকে উচ্ছেদ কার্যক্রম পর্যবেক্ষণ করে পরিবেশবাদী সংগঠন পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ জানান, উদ্ধার হওয়া অনেক স্থান নতুন করে দখল করা হয়েছে।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক বলেন, নদী স্থায়ীভাবে দখল মুক্ত রাখতে টেকসই সীমানা খুটিঁ স্থাপনের কাজ এ মাসেই শুরু হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh