• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৯, ১৯:৫৮

পণ্যের গায়ে উৎপাদনের রেকর্ড না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিষ্ঠানটির একটি কারখানা সিলগালাও করে র‌্যাব। দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দীর্ঘ দিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মসলা ও খাদ্য পণ্য বাজারে সরবরাহ করে আসছিল মডার্ন হারবাল। এমন অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির রাজধানীর যাত্রাবাড়ীর কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অভিযোগের সত্যতা পায় র‌্যাব। ৭৫ লাখ টাকা জরিমানা করা হয় মডার্ন হারবালকে। সিলগালা করা হয়, কারখানা। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, তারা ষড়যন্ত্রের শিকার।

এরপর আশপাশের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh