• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৯, ১৬:২১

রাজধানীতে আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত। রাজধানীর ১২টি থানায় ওয়ার্ড এবং এলাকাভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে চলবে হালনাগাদ।
তবে এই সময়ে মধ্যে যদি কেউ হালনাগাদ করতে না পারে, তাহলে স্থানীয় নির্বাচনী কার্যালয়ে গিয়ে তাকে হালনাগাদ করতে হবে।

২০০৪ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণ করা প্রত্যেক নাগরিকের তথ্য হালনাগাদ করছে নির্বাচন কমিশন। বাদ দেয়া হচ্ছে মৃত ব্যক্তির নাম।

প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল থেকে ১৩৫টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩০৭ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।

এবার ভোটারযোগ্য নাগরিকের সঙ্গে যাদের বয়স ১৮ হয়নি এমন নাগরিকদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে বয়স ১৮ হলে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh