• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিটনেসবিহীন গাড়ি: বিআরটিএ-পুলিশের কানামাছি খেলা (ভিডিও)

আরাফাতুর রহমান, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৯, ১১:১০

‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’ বা বিআরটিএ’র হিসাব মতে, সারাদেশে ফিটনেসহীন গাড়ির সংখ্যা চার লাখ ৫৮ হাজার ৩৬৯টি। এর মধ্যে, কেবল ঢাকায় আছে এক লাখ ৬৮ হাজার ৩৮টি। এছাড়া, সারাদেশে চলছে নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা, অকশনের বিভিন্ন গাড়ি। এমন অব্যবস্থাপনার জন্য বিআরটিএ’র আইনজীবী দুষলেন পুলিশকে। আর পুলিশের অজুহাত, রাজধানীতে উন্নয়ন কাজ চলায় ইচ্ছা থাকলেও কঠোর হওয়া যাচ্ছে না।

সম্প্রতি, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিটের জবাবে, সংবিধানের ৩২ ধারার আলোকে জীবন বাঁচার অধিকার বাস্তবায়নে কেন ‘মোটর ভেহিক্যাল আইন ১৯৮৩’-এর বিধানসমূহ সঠিকভাবে পালনের নির্দেশ দেয়া হবে না’- তা জানতে চান।

এর জবাবে, সারা দেশে রেজিস্ট্রেশন ছাড়া কত গাড়ি আছে, সে তথ্য দেয় বিআরটিএ। ফিটনেসহীন গাড়ি ও অবৈধ চালকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তাও জানতে চান হাইকোর্ট।

তবে পুলিশ বলছে, ঢাকাসহ সারা দেশে ট্র্যাফিক ডিজাইন ও ম্যানেজমেন্টে তাদের কোনো ভূমিকা নেই। কেবল এনফোর্সমেন্টে, বিআরটিএ’র পাশাপাশি তারাও ভূমিকা রাখেন।

বিশেষজ্ঞরা বলছেন, কঠোর আইন থাকার পরও কেবল তদারকি প্রতিষ্ঠানগুলোর শিথিলতা ও দুর্নীতি প্রবণতার কারণে, ফিটনেসহীন গাড়িতে ভরে গেছে ঢাকা।

ফিটনেস ছাড়া গাড়ির সংখ্যা আদালতে জানালেও, বিআরটিএ-এর লাইসেন্স ছাড়া গাড়ির সংখ্যা জানাতে পারেনি বিআরটিএ। এটি রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি বলতে পারবে বলে জানান বিআরটিএ’র আইনজীবী।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh