• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নয়নকে কেন জীবিত গ্রেপ্তার করা যায়নি তার তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুলাই ২০১৯, ১৪:৩৮

রিফাত হত্যা মামলায় জড়িত গ্রেপ্তার অন্য আসামিদের মতো নয়নকেউ জীবিত গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। তাকে কেন জীবিত গ্রেপ্তার করা যায়নি সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। যত প্রভাবশালী লোকই এই ঘটনায় জড়িত থাকুক না কেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডকে (২৫) বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। সে ছিলো পলাতক। পুলিশ যখন তাকে ধরার চেষ্টা করছিল তখন সে অস্ত্র প্রদর্শন করেছিল। এই জন্য পুলিশ নিজের জীবন রক্ষার্থেই গুলিবিনিময় করেছে। আর তাতে নয়ন বন্ড নিহত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ চাই না রিফাত হত্যার মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। এর সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না।

আজ মঙ্গলবার ভোরে বরগুনা জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ড নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh