• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে মাঠে নামছে মোবাইল কোর্ট : তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুলাই ২০১৯, ১৬:০৩
তথ্যমন্ত্রী

বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন চালানোর বিরুদ্ধে আজ সোমবার থেকে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের এ বিষেয়ে নির্দেশনা দেয়া হয়েছে। বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন চালানোসহ সরকারি নির্দেশ পালনে নোটিশের তারিখ গতকাল শেষ হয়েছে। এজেন্সিগুলোর দাবির প্রেক্ষিতে এসময় দেয়া হয়েছিলো।

তিনি বলেন, তাদের অনির্দিষ্টকালের জন্য সময় দেয়া যাবে না । তাই এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

হাসান মাহমুদ বলেন, কেবল আপারেটররা যাতে বিজ্ঞাপন ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে না পারে এবং টেলিভিশনের মালিকদের সংগঠনের নির্ধারণ করা ক্রম অনুযায়ী যেন টিভি চ্যানেল দেখানো হয় তা নিশ্চিত করতেও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমাধ্যমে স্বার্থে এবং আইনকে সমুন্নত রাখার স্বার্থে আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh