• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অপ্রয়োজনীয় সিজার বন্ধে কমিটি গঠন করতে হাইকোর্টের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৯, ১৭:২৭
সিজার বন্ধ

দেশের সরকারি–বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অপ্রয়োজনীয় সিজার বন্ধ করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে ওই কমিটি গঠন করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেয়া হয়।

আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

আগামী ৫ ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। সেদিন কমিটিকে নীতিমালা প্রণয়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জনস্বার্থে বাংলাদেশ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আজ ওই রিট করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশনা ইমাম।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh