• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাইকোর্টে আগাম জামিন চাইলেন ডিআইজি মিজান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৯, ১৩:১০
ডিআইজি মিজান
ডিআইজি মিজান ।। ফাইল ছবি

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের ডিআইজি মিজানুর রহমান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন।

আজ রোববার (৩০ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে তিনি জামিনের আবেদন করেন।

বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ২৫ জুন রাতে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরের সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আদেশ জারি করে।

তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ তিনজনকে আসামি করে মামলা করে দুদক।
মামলার বাকি তিন আসামি হলেন, মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

আতিকা / এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিআইজি মিজানের ১৪ বছরের সাজা বহাল
X
Fresh