• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুদক পরিচালক বাছিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৯, ২৩:৪১
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে দুদক।

প্রাথমিক তদন্তে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়ায় বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ঘুষ গ্রহণের অভিযোগের তদন্তে থাকা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

এর আগে সোমবার ঘুষ লেনদেনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১ জুলাই এনামুল বাছির এবং সামিয়ক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে তলব করে দুদক।

চাকরির শৃংখলা ভঙ্গের অভিযোগে বাছিরকে ১০ জুন সাময়িক বরখাস্ত করা হয়। মঙ্গলবার ডিআইজি মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh