logo
  • ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২০, ৭ মাঘ ১৪২৭

ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় এডিস মশার উপদ্রব বাড়ছে (ভিডিও)

সোহেল রানা, আরটিভি
|  ২৫ জুন ২০১৯, ২১:২৮ | আপডেট : ২৫ জুন ২০১৯, ২১:৫০
মশা নিধন ওষুধের কার্যকারিতা কমে যাওয়ায় রাজধানীতে এডিস মশার উপদ্রব বাড়ছে বলে জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

মঙ্গলবার সকালে মগবাজার এলাকায় চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বর বিষয়ক সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ শেষে এ কথা জানান তিনি। 

মেয়র বলেন, চলতি মৌসুমেই মশা নিধনের নতুন ওষুধ আমদানি করা হবে। 

রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। চলতি বছরের ২০ জুন পর্যন্ত সাতশ’সাত জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চলতি মাসেই ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়েছেন, চারশ’ ৪০ জন। 

নগরীতে এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ায় জনসচেতনতা বাড়াতে কাজ করছে, সিটি করপোরেশন। তাই চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর থেকে সচেতন হতে লিফলেট বিতরণের পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ।

উত্তর সিটি করপোরেশনের মেয়র জানান, মশা নিধন ওষুধের কার্যকারিতা শেষ হওয়ায় ওষুধ ছিটিয়েও কোনও কাজ হচ্ছে না।

তবে, চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বর মোকাবেলায় বিচলিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়