• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আবার অভিযানে নামলেন ভোক্তা অধিদপ্তরের সেই কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৯, ১৯:৪৩
মনজুর মোহাম্মদ শাহরিয়ার ।। ছবি-সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার আবার অভিযানে নেমেছেন।

এর আগে ঈদের আগে আড়ংয়ে অভিযান চালানোর পরপর প্রজ্ঞাপন দিয়ে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোড়জোড় শুরু হয়। পরে সেই বদলি আদেশ বাতিল করা হয়।

পরে প্রায় ২১ দিন পর আজ মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকায় বইয়ের দোকানে অভিযান চালান মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

নকল বই বিক্রির অভিযোগে কলাবাগানে ৪টি বইয়ের দোকানে অভিযান চালিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে একটিকে পঁচিশ হাজার এবং বাকি তিনটির প্রত্যেকটিকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি চারটি দোকানই সাময়িক বন্ধ করে দিয়ে বুধবার (২৬ জুন) সকাল দশটায় ভোক্তা অধিকার অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযান শেষে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা গেল কয়েক মাস ধরে ক্রেতা বিক্রেতা হিসেবে তথ্য সংগ্রহ করেছি। অভিযানে পাইরেসির সত্যতা পেয়েছি তাই সব দোকানকে জরিমানা পাশাপাশি সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা ফিরে পেতে অপেক্ষা বাড়ছে ইভ্যালি গ্রাহকদের
ভেজাল ওষুধ বিক্রির চেয়ে মাদকের কারবার ভালো : ভোক্তা অধিকার
‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আন্তরিকভাবে কাজ করছে সরকার’
অবৈধভাবে ধান মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
X
Fresh