• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে আরও ৫ বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৯, ১৮:৪১
ছবি-সংগৃহীত

দ্রুত বিচার আইন আরও পাঁচ বছর চালু রাখতে সংসদে বিল তোলা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯’ সংসদে উত্থাপন করেন।

এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরে বিলটি ৭ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে দ্রুত বিচার আইনের বর্তমান মেয়াদ চলতি বছরের ৯ এপ্রিল শেষ হয়।

২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই দ্রুত বিচার আইন করা হয়। এটি সংসদে পাসের পর তা দুই বছরের জন্য কার্যকর করা হয়। পরে এ আইনের মেয়াদ দুই বছর করে কয়েক দফায় বাড়ায় সরকার। ২০১৪ সালে আইনটির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।

সংসদে যে বিল তোলা হয়েছে তা পাস হলে এ আইনটি ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আইনটি প্রণয়নের উদ্দেশ্যে বলা হয়েছিল, এই আইনটি চাঁদাবাজি, যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি, যানবাহনের ক্ষতি সাধন, স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্ট, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও সন্ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি সৃষ্টি, দরপত্র কেনায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ দ্রুততার সঙ্গে বিচারের জন্য। এ আইনে অপরাধ প্রমাণিত হলে দুই থেকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থায়ী হলো দ্রুত বিচার আইন
স্থায়ী রূপ পাচ্ছে দ্রুত বিচার আইন
X
Fresh