• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাসেলকে বাকি টাকা দিতে ৯ মাস পেল গ্রিনলাইন(ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৯, ১৭:৪৫

বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা দিতে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে আরও ৯ মাস সময় দিয়েছেন হাইকোর্ট। প্রতি মাসে ৫ লাখ টাকা করে গ্রিনলাইন কর্তৃপক্ষকে এই অর্থ পরিশোধ করতে হবে।

আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে গ্রিনলাইন পরিবহনের পক্ষে আইনজীবী অজি উল্লাহ ও রিট আবেদনকারী পক্ষের আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা শুনানি করেন।

এর আগে গত ১০ এপ্রিল রাসেল সরকারকে ৫ লাখ টাকা পরিশোধ করে গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ বাকি ৪৫ লাখ টাকা পরিশোধের জন্য এক মাস সময় পায়।

বেধে দেয়া ওই সময় পেরিয়ে যাওয়ার পরও গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ কোনও অর্থ পরিশোধ না করায় গত ১৫ মে আদালত আরও সাত দিন সময় দিয়ে ওই সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধের বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন। পরবর্তী শুনানির দিনও আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত উষ্মা প্রকাশ করে পরবর্তী আদেশের জন্য ২৫ জুন দিন রেখে শুনানি স্থগিত করেন আদালত।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh