• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদকের মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুন ২০১৯, ১৬:৫৫
ফাইল ছবি

বনানীর এফআর টাওয়ার নির্মাণে দুর্নীতির অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

আজ মঙ্গলবার দুপুরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকি বাদী হয়ে দুটি মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, এফআর টাওয়ারের মালিক এসএম ফারুক, রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুলসহ ২৫ জনকে।

প্রনব কুমার ভট্টাচার্য বলেন, বনানীর এফআর টাওয়ার ১৫ তলা থেকে অবৈধভাবে ২৩ তলা বিশিষ্ট ভবনটি গড়ে তোলা হয়েছে। এছাড়া, ভবনটি নির্মাণে নকশার অনুমোদনও মানা হয়নি। নেই ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদফতর ও সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন। ১৮ থেকে ২৩ তলা নির্মাণের কোনো তথ্যই নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
X
Fresh