• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জ্বর হলেই শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের

আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৯, ২০:৩২

রাজধানীতে ব্যাপক হারে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি রোগীদের বেশীর ভাগই শিশু। জ্বর হলে দেরি না করে শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, রাজধানীতে চলতি বছর ২০ জুন পর্যন্ত ৭০৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উত্তর সিটি করপোরেশন জানায়, মগবাজার, উত্তরা ও মিরপুর এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি।

রাজধানীর মগবাজারে বসবাসকারী নার্সারি পড়ুয়া এক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে। শুরুতে বুঝে উঠতে না পারলেও মেয়ের শরীরে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে তাকে নিয়ে আসা হয় হাসপাতালে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী জুন-জুলাই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজনন মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি মাসেই এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারশ’ ৪০ জন ভর্তি হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। মশা নিধনে মহাপরিকল্পনা হাতে নিয়েছে উত্তর সিটি করপোরেশন।

এদিকে ডেঙ্গু নিয়ে সচেতনতার পাশাপাশি মশা নিধনে নগরবাসীর সহযোগীতা চেয়েছে সিটি করপোরেশন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
X
Fresh