• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাজারে দুই মাস পর পর মৌসুমি ফল পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জুন ২০১৯, ২২:৫৮
ফাইল ছবি

দুই মাস পর পর বাজারে মৌসুমি ফল পরীক্ষার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া স্থলবন্দরগুলো দিয়ে যাতে রাসায়নিক মিশ্রিত ফল দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য দুই মাসের মধ্যে সরকারকে সেখানে কেমিক্যাল টেস্টিং ইউনিট স্থাপনেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ রোববার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এছাড়া বিএসটিআইর পক্ষে ছিলেন আইনজীবী সরকার এমআর হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে ফরিদুল আলম।

আদালত বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ জন্য খাদ্য ভেজালমুক্ত রাখতে হবে। সরকার যে কোনো কিছুতে অর্থ বরাদ্দে কার্পণ্য করছে না। কিন্তু সেটার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।

আদালত আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক কাজ। ভ্রাম্যমাণ আদালত অসাধু ব্যবসায়ীদের জরিমানা করছেন। কিন্তু কেমিক্যালের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। এজন্য বিশেষ ক্ষমতা আইনে মামলা করতে হবে। যারা কেমিক্যাল আমদানি করে তাদের ধরতে হবে। আর জনগণকেও সচেতন হতে হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের মায়ের দাফন সম্পন্ন
X
Fresh