• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিটিভি ওয়ার্ল্ড ভারতে সম্প্রচারিত হবে: ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুন ২০১৯, ২২:২৫
বিটিভি ওয়ার্ল্ড - rtvonline
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের বিটিভি ওয়ার্ল্ড ভারতে এবং ভারতের ডিডি ইন্ডিয়া বাংলাদেশে সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন ভারতীয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাবেদকার।

বুধবার তিনি একথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তিসই করেছে ভারত।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের দর্শকদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বিটিভি ওয়ার্ল্ড।

মে মাসের শুরুতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল মুভি কো-প্রোডাকশন ও কন্টেন্ট শেয়ারিংয়ের জন্য মন্ত্রণালয়টির সঙ্গে বৈঠক করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ছিলেন এই প্রতিনিধি দলে।

এই বৈঠকে সিদ্ধান্ত হয়, শ্যাম বেনেগাল পরিচালিত ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর নির্মিত একটি ফিচার ফিল্ম কো-প্রোডিউস করবে প্রসার ভারতী।

এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক একটি ডকুমেন্টারি কো-প্রোডিউস করবে সংস্থাটি।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
X
Fresh