• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক ফলোয়ারদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের মিউজিক ভিডিও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৬, ২২:৪৮

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেইসবুক পেইজের ফলোয়ার সংখ্যা ৪০ লাখে উন্নিত হয়েছে। এ উপলক্ষ্যে দূতাবাস কর্তৃপক্ষ 'নাচে এই মন' শিরোনামে আসছে শনিবার একটি মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে।

জানা গেছে, মিউজিক ভিডিও'র শ্যুটিং এ অংশ নিয়েছেন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এছাড়াও ভিডিওটিতে দেখা যাবে বাংলাদেশের গায়ক প্রিতম হাসান ও তাহসান, জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। রাজধানীর আশপাশের এলাকায় ধারণ করা মিউজিক ভিডিওটি আসছে শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার খবরের পরে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির মধ্যে প্রথম সম্প্রচার করা হবে। শনিবার মিউজিক ভিডিওটি দূতাবাসের ফেইসবুক পেইজেও শেয়ার করা হবে।

এ বিষয়ে রাষ্ট্রদূত বার্নিকাট বললেন ‘আমরা চেয়েছিলাম আমাদের সকল ফেইসবুক বন্ধুকে একটি ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাতে যেটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে।

তিনি বলেন, ‘আশা করি বাংলাদেশি বন্ধুরাও ভিডিওটি উপভোগ করবেন যেমনটি আমরা উপভোগ করেছি এতে অংশগ্রহণ করে।’

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh