logo
  • ঢাকা রবিবার, ১৭ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

‘ইলিশ উৎপাদন সাড়ে ৫ লাখ টন ছাড়িয়ে যাবে’

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৮ জুন ২০১৯, ২১:৪৪ | আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:০৯
মো. আশরাফ আলী খান। ফাইল ছবি
আগামী ৫ বছরে ইলিশের মোট উৎপাদন বেড়ে ৫ লাখ ৫০ হাজার টন ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান।

আজ মঙ্গলবার (১৮ জুন) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মো. আশরাফ আলী খান বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে সরকারের বিভিন্নমুখী সমন্বিত কার্যক্রম বাস্তবায়নে ইলিশ উৎপাদন ক্রমান্বয়ে বেড়ে চলছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৯ হাজার টন, সেখানে ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৫ লাখ ১৭ হাজার টন হয়েছে। এতে জাটকা আজ মেঘনা থেকে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমায় বিস্তৃতি লাভ করেছে।

তিনি বলেন, জাটকার প্রাচুর্য ২০০৭-০৮ সালের তুলনায় ২০১৫ সালে প্রায় ৩৯ শতাংশ বেড়েছে। ২০১৭-১৮ সালে ২২ দিন মা ইলিশ রক্ষায় ৪৭ দশমিক ৭৪ শতাংশ মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়