• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব, কড়া প্রতিবাদ

অনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমার নৌবাহিনীর গুলির ঘটনায় কড়া প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে ফেরত নেবার জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিক পত্রও দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি বেরিয়ে যাবার পর পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান সাংবাদিকদের জানান, ‘মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে পত্র দেয়া হয়েছে। পত্রে দেশে থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত সব রোহিঙ্গা নাগরিককে যত দ্রুত সম্ভব ফেরত নেবার জন্য বলা হয়েছে।’

গেলো মঙ্গলবার সেন্ট মার্টিনে বাংলাদেশ জলসীমায় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৪ বাংলাদেশি জেলে আহত হবার ঘটনার পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ দেয়ারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

এপি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh