• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিমানে লেজার নিক্ষেপ শাস্তিযোগ্য ও দণ্ডনীয় অপরাধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৯, ২৩:২৯

বিমানবন্দরগুলোতে উড়োজাহাজ ওঠানামার সময় সম্প্রতি লেজার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এবিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, লেজার নিক্ষেপ উড়োজাহাজ চলাচলের নিরাপত্তায় হুমকিস্বরূপ। এ কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে বেবিচক।

আজ সোমবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের বিমানবন্দরে ওঠানামা করার সময় উড়োজাহাজ লক্ষ্যে করে শক্তিশালী লেজার নিক্ষেপ করা হচ্ছে। এসব লেজার ককপিটে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করে। একই সঙ্গে লেজার উড়োজাহাজ নিয়ন্ত্রণে পাইলটের জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। এসব কাজ চলাচলরত উড়োজাহাজের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল আইন অনুসারে এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য এবং দণ্ডনীয় অপরাধ।

বেবিচক বিজ্ঞপ্তিতে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করার স্বার্থে সবার সহযোগিতা কামনা করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্যও সবাইকে অনুরোধ করেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাজা
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
X
Fresh