• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউক্রেনের জালিয়াতদের সঙ্গে দেশীয় চক্রের খোঁজ পেয়েছে পুলিশ

আপেল শাহরিয়ার, আরটিভি অনলাইন

  ১৭ জুন ২০১৯, ১১:৪৫

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া ইউক্রেনিয়ান নাগরিকদের সঙ্গে বাংলাদেশের একজনের জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। অচিরেই তাকে আইনের আওতায় আনলে অপরাধের বিস্তারিত এবং নয়টি বুথ থেকে উঠানো টাকার সন্ধান পাওয়া যাবে বলে মনে করছেন গোয়েন্দারা।

গত ৩০ মে ইউক্রেনের এই হ্যাকার দলের সাত সদস্য বাংলাদেশে আসেন। ১ জুন (শনিবার) ঢাকার খিলগাঁওয়ে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে সাড়ে চার লাখ টাকা তোলার সময় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

৩ জুন আটক ইউক্রেনের ছয় নাগরিকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামিদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— ভ্যালেনটাইন (পাসপোর্ট নম্বর ইওয়াই ০৫১৫৬২), ওলেগ (পাসপোর্ট নম্বর ইএক্স ০৮৯৯৬৩), ড্যানিশ (পাসপোর্ট নম্বর এফএল ০১৯৮৩৪), নাজেরি (পাসপোর্ট নম্বর এফটি ৫০০৫০১), সার্গি (পাসপোর্ট নম্বর এফএইচ ৪২৪৩৯৪) ও ভোলোবিহাইন (পাসপোর্ট এফটি ৩৭৯৯৮৩)। তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সদস্য। তারা অভিনব পদ্ধতি ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের সিস্টেম হ্যাক করে। আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের অর্থ তোলার জন্য তারা বাংলাদেশে এসেছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২০ বছর পর মা-বাবার কাছে ফিরলেন সন্তান 
কেউ খোঁজ রাখে না একাত্তরের শপথের পেছনের কারিগরদের
X
Fresh