• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাজেটে সংস্কৃতি খাতে এক শতাংশ বরাদ্দের দাবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুন ২০১৯, ০৯:২৩

জাতীয় বাজেটের কমপক্ষে এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই দাবি জানান।

২০১৯-’২০ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে উল্লেখ করে আরও ১১টি দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘ঘোষিত বাজেট বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক জাগরণের জন্য বড় একটি অন্তরায়। সরকারের সংস্কৃতিবান্ধব নীতির সঙ্গে এই বাজেট সাংঘর্ষিক। আমরা আশা করেছিলাম সংস্কৃতির উন্নয়নে এবার এই খাতে বড় বাজেট ঘোষণা করা হবে। কিন্তু এবারের বাজেটে গতবছরের চেয়ে আরও ৫০ কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ন্যায়ভিত্তিক মানবিক সমাজ গঠনে সারাদেশে সাংস্কৃতিক জাগরণ সময়ের দাবি। দেশ থেকে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মূল উৎপাটন করতে সংস্কৃতি সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই বাজেটে আমরা আরও বড় আকারের বরাদ্দের দাবি জানাচ্ছি।’

বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর বলেন, ‘আমাদের দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে সংস্কৃতির ধারাকে প্রবহমান রাখতে এই খাতে সরকারের আরও গুরুত্ব দেয়া উচিত। এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নাট্যজন রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বাংলাদেশ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রয়োজন বুঝতে পারছে এডিবি, আরও সহায়তার প্রতিশ্রুতি
বার্ষিক সাধারণ সভায় বিসিবির বাজেট পৌনে চার কোটি টাকা
কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে  
X
Fresh