• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনে দুর্বল বিএনপির ওপরে থাকবে জাতীয় পার্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৪

বিএনপির সাংগঠনিক শক্তি অনেক দুর্বল হয়ে গেছে। তাই নির্বাচনে বিএনপির ওপরে থাকবে জাতীয় পার্টি। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ‘মিট দ্য প্রেস’অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচন চায়। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মতো জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

তিনি বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। সে লক্ষ্যে প্রার্থী সংগ্রহ করা হচ্ছে। এর মাধ্যমে জাপা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

এরশাদ আরো বলেন, আমরা যতবারই এককভাবে নির্বাচন করেছি, প্রত্যেকবারই ভালো করেছি। বরং জোটে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি।

জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, এ নির্বাচনের সব ভোটার ছিল সরকারি দলের। এটি গণতন্ত্রের নির্বাচন ছিল বলেই জাপা নির্বাচনে যায়নি।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh