• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরও ব্যয়বহুল হচ্ছে স্মার্টফোন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জুন ২০১৯, ২০:০৮
ফাইল ছবি

আরও ব্যয়বহুল হচ্ছে স্মার্টফোন। বৃহস্পতিবার স্মার্টফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে, ফিচার ও অন্যান্য ফোনে শুল্ক ১০ শতাংশই থাকবে।

সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপনকালে তিনি এসব তথ্য জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আইসিটি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেলুলার ফোন, যার কিছু কাঁচামাল ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা রয়েছে।

তিনি বলেন, কিছু স্থানীয় উৎপাদক ইতোমধ্যে বাংলাদেশে সেলফোন উৎপাদন ও সংযোজন শুরু করেছে এবং বর্তমানে স্মার্টফোন ও ফিচার ফোন আমদানির জন্য ১০ শতাংশ শুল্ক প্রযোজ্য।

অর্থমন্ত্রী বলেন, যেহেতু বিত্তবান মানুষ স্মার্টফোন ব্যবহার করেন তাই আমি স্মার্টফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।

তবে, ফিচার ফোনে আমদানি শুল্ক অপরিবর্তিত থাকবে, কারণ অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষ তা ব্যবহার করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিটি খাতে আরও ১০ লাখ কর্মসংস্থান হবে : পলক
X
Fresh