logo
  • ঢাকা রোববার, ০৫ এপ্রিল ২০২০, ২২ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

প্রস্তাবিত বাজেটে ৭০ শতাংশ সন্তুষ্ট বিজিএমইএ: সভাপতি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৩ জুন ২০১৯, ১৮:০৫ | আপডেট : ১৩ জুন ২০১৯, ১৯:০৮
প্রস্তাবিত ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ৭০ শতাংশ সন্তুষ্টি প্রকাশ করে এই বাজেটকে জনকল্যাণমুখী বাজেট বললেন বিজিএমইএ সভাপতি রুবানা হক।  

আজ বৃহস্পতিবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র সভাপতি এসব কথা বলেন।

এর আগে বেলা ৩টায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে তৈরি পোশাক খাতের রপ্তানিতে প্রণোদনা দিতে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রপ্তানি প্রণোদনা পাচ্ছে। আমি আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রপ্তানি প্রণোদনা প্রস্তাব করছি। এজন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে আরও দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

এমকে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১৫৯৫১৫ ২৩৭৪৩৬ ৬২৩৭৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়