• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আমাকে ফাঁসানো হয়েছে, ওই কণ্ঠ আমার না: বাছির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৯, ১৭:০২
ফাইল ছবি

পুলিশের ‘বিতর্কিত’ ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে সেটা আমার নিজের নয়। বললেন দুদকের পরিচালক (সাময়িক বরখাস্ত) খন্দকার এনামুল বাছির।

আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।

বাছির আরও বলেন, ওই রেকর্ড আমার নয়। ওই রেকর্ড ভুয়া। সে (ডিআইজি মিজানুর রহমান) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ফাঁস হওয়া রেকর্ডের কণ্ঠ আমার না সেটাই আমি বলতে পারি।

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে দুই দফায় ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে। এ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তথ্য ফাঁসের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছে দুদক। একইসঙ্গে তিনি ঘুষের টাকা নিয়েছেন কিনা, নিলে সেই টাকা কোথায় আছে, এ বিষয়ে আলাদা তদন্ত হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এ বিষয়ে অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই রোববার দুদক ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কমিশন দুদকের পরিচালক বাছিরকে সাময়িক বরখাস্ত করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানের বিচ্ছিন্ন ঘটনায় টুরিস্ট খাতে প্রভাব পড়বে না : ডিআইজি টুরিস্ট
এক জনমে আর কত কষ্ট বাকি তোমার, লামিশার বাবাকে ডিআইজি
পুড়ে মারা গেলেন অতিরিক্ত ডিআইজির বুয়েটপড়ুয়া মেয়ে
ডিআইজি মিজানের ১৪ বছরের সাজা বহাল
X
Fresh