logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

কালো টাকা সাদা করার সুযোগ দিলে আ.লীগের ইশতেহারের ব্যত্যয় ঘটবে: সিপিডি

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ জুন ২০১৯, ১২:৫৫ | আপডেট : ১১ জুন ২০১৯, ১৫:৪৪
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ব্যত্যয় ঘটবে বলে জানিয়েছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি’র সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় অর্থনীতি পর্যালোচনা ও আসন্ন বাজেট প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সিপিডি জানায়, প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়ের দিকে বাংলাদেশের অবস্থান অনেক ভালো থাকলেও গেলো ১০ বছরে দেশের সামগ্রিক অর্থনীতি চাপের মধ্যে রয়েছে।

এ সময় কৃষি খাতে কৃষকদের ন্যূনতম ৫ হাজার টাকা করে ভতুর্কি দেওয়ার কথা জানানো হয়। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তায় সুশাসন জরুরি বলেও দাবি করে সিপিডি।

এসজে/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়