• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বঙ্গবন্ধু মেডিকেলে আন্দোলনরত চিকিৎসকদের পেটালো পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৯, ১৪:৫৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনকারী চিকিৎসকদের বেধড়ক পিটিয়েছে পুলিশ।

লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আগামীকাল ১০ জুন (সোমবার) থেকে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা বাতিলের দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করে চিকিৎসকরা। এ সময় তারা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি জানিয়ে মিছিল করে উপাচার্যের কার্যালয়ে এগিয়ে গেলে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন চিকিৎসক গুরুতর আহত হন।

চিকিৎসকরা অভিযোগ করেন, আমরা শুধু ভিসি স্যারের সঙ্গে কথা বলতে চেয়েছি। কিন্তু উনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে আমাদের ওপর লাঠিচার্জ করেছেন।

উল্লেখ্য, গেলো ২০ মার্চ বিএসএসএমইউতে ২০০ ডাক্তার নিয়োগ পরীক্ষার ফলাফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়। ১৮০ জন মেডিকেল অফিসার ও ২০ জন ডেন্টাল চিকিৎসক পদে ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ৮ হাজার ৫৫৭ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। তবে এই ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে আসছেন চিকিৎসকরা।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটি টাকার অস্ত্রোপচার বিনামূল্যে
বিএসএমএমইউ উপাচার্যের গাড়িতে হামলা, আহত ২
X
Fresh