• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরছেন রাজধানীবাসী

মুক্তা মাহমুদ, আরটিভি অনলাইন

  ০৮ জুন ২০১৯, ১৭:২৫

ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছেন রাজধানীবাসী। ভোগান্তি ছাড়াই সড়ক, রেল ও নৌপথে আসছেন তারা। যানজট ও পরিবহন সংকটের ভোগান্তি এড়াতেই আগেভাগেই আসছেন বলে জানিয়েছেন পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ করে ফেরা কর্মজীবীরা।

পুরোদমে না হলেও পরিজন ছেড়ে আবারো ব্যস্ত নগরীতে পা রাখতে শুরু করছেন নগরবাসী। যানজট ও বাসের টিকিট না পাওয়ার ঝামেলা এড়াতে কিছুটা সময় হাতে নিয়ে সকালেই ঢাকা এসেছেন কেউ কেউ। সড়ক পথে গাবতলী, কল্যাণপুরসহ বিভিন্ন বাস টার্মিনালে এখন রাজধানীমুখী মানুষের ভিড় বাড়ছে।

একই অবস্থা রেলের ক্ষেত্র্রেও। রেলে যাবার পথে যে ভোগান্তি হয়েছে আসার পথে তেমন ভিড় না হলেও কিছুটা বিলম্ব হচ্ছে রেল আসতে, এমনটাই জানিয়েছেন যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও ঠিক সড়ক পথের বাসটার্মিনালগুলোর মতো অবস্থা।

আসার পথে এখনও তেমন ভিড় না থাকলেও রোববার ভিড় বাড়বে বলে মনে করছে সড়ক ও রেলপথ কর্তৃপক্ষ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেপরোয়া বাইকারদের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী
বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী
রাজধানীতে ভয়াবহ যত অগ্নিকাণ্ড
ফাগুনের দিনে মৌসুমের প্রথম বৃষ্টি
X
Fresh