• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা যাত্রীদের ভিড় রেল স্টেশনে

শরিয়ত খান, আরটিভি অনলাইন

  ০৬ জুন ২০১৯, ১৬:৫৪

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা যাত্রীদের ব্যাপক চাপ ছিল রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেল স্টেশনে। বৃহস্পতিবার ঢাকা ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি ট্রেনেই অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা যায়। এদিকে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে টিকেট কেটেও অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেননি। কামরার দরজা না খোলায় ভোগান্তিতে পরতে হয় অনেককে।

বৃহস্পতিবার ভোর থেকে সারাদিনই ছিল যাত্রীদের এমন চাপ। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও আসন পানি অনেকেই। ঈদের আগে যারা টিকেট পাননি তারাই এখন রাজধানী ছাড়ছেন বলে জানান যাত্রীরা।

রাজধানীর বিমানবন্দর স্টেশনের অবস্থা ছিল আরো নাজুক। টিকেট কেটেও অনেক যাত্রী রওনা দিতে পারেননি। রংপুরগামী একতা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে থামলেও, কামরার দড়জা না খোলায় অনেক যাত্রী ট্রেনেই উঠতে পারেননি।

অব্যবস্থাপনায় যাত্রীরা ভোগান্তির শিকার হলেও এর দায় এড়ানোর চেষ্টা করেন বিমানবন্দরের স্টেশন মাস্টার।

যাত্রী ভোগান্তির এই ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরা যাত্রীর চাপ যতটা ছিল, সে তুলনায় রাজধানী ফেরত যাত্রীর চাপ ছিল না। শনিবার থেকে ফেরত যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ঈদের দ্বিতীয় দিন আরটিভিতে যা দেখবেন
কমলাপুরে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
দ্বিতীয় দিনে ট্রেনের ২৭ হাজার টিকিট বিক্রি
X
Fresh