• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঈদুল ফিতর সৌহার্দ্য ও সম্প্রীতির শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ জুন ২০১৯, ১২:৫১

ঈদুল ফিতরের সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

আজ বুধবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ আহ্বান জানান।

এসময় রাষ্ট্রপতি আরও বলেন, ‘ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনো স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমত সহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

সকাল সাড়ে ১০টায় নাগরিক সমাজ, ইসলামিক চিন্তাবিদ, বৈদেশিক কূটনীতিকগণ এবং সাধারণ মানুষের সাথে তিনি ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রায় ১০ হাজার অতিথিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে দরবার হলে ঐতিহ্যবাহী মিষ্টি ও অন্যান্য খাবার পরিবেশন করা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
X
Fresh