• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর নির্দেশে ভোক্তা অধিকার কর্মকর্তার বদলি স্থগিত হয়: প্রযুক্তি প্রতিমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০১৯, ১৯:৫৮

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থগিত হয়। এমনটা জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

গতকাল সোমবার ঢাকার উত্তরার আড়ংয়ে অভিযান চালিয়ে একই পোশাকের দুই রকমের মূল্য দেয়ায় সাড়ে চার লাখ টাকা জরিমানা ও আউটলেটটি বন্ধ করে দিয়েছিলেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। পরে অবশ্য ভুল স্বীকার করার পর অবশ্য আউটলেটটি খুলে দেওয়া হয়।

রোজার মধ্যে এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছিলেন মঞ্জুর শাহরিয়ার।

জুনাইদ আহমেদ পলক তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, ‘উপসচিব মঞ্জুর শাহরিয়ারকে আড়ংয়ে অভিযানের দিন খুলনায় বদলির আদেশ হওয়ার পর ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এর ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি বিরোধী অভিযান প্রশংসিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় বদলী সংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় এই মুহূর্তে ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে ৪ জুন যথাযথ কর্তৃপক্ষ জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বদলি আদেশ বাতিল করেছেন’।

মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন জেমস
ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতে পছন্দ করি : জয়া আহসান
‘নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপির দিকে আঙুল তোলে আ.লীগ’
মুন্সিগঞ্জে ৩৫ মণ জাটকা জব্দ
X
Fresh