• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বেশি ভাড়া আদায়, দুই পরিবহন কাউন্টারকে জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০১৯, ১২:২৫

গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জিম্মি করে বেশি টাকা ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

এসময় এমপি সাফারী পরিবহনকে ১০ হাজার ও ঈগল পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরমুখো হতে পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত যে ভাড়া আদায় করা হয়েছিল তা ফিরিয়ে দেয়া হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh