• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ঈদ যাত্রায় ট্রেন থেকে বাসেই খুশি যাত্রীরা

দীপ্ত চন্দ্র পাল

  ০২ জুন ২০১৯, ২২:৫৫

ট্রেনের হুইসেল নয় যেন বাড়ির পথে প্রাণের বাঁশি। পবিত্র ঈদ উল ফিতরে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করতে, কাঙ্খিত ট্রেনের দেখা মিললে এমনই প্রতিক্রিয়া যাত্রীদের মনে। যেন ভুলে যায় সব।

রেল স্টেশন কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার বেলা ১১টা পর্যন্ত তিনটি ট্রেন বিলম্বে ছেড়েছে। এর মধ্যে রাজশাহীর ধুমকেতু সাড়ে তিন ঘণ্টা, রংপুরে নীল সাগরতিন ঘণ্টা এবং খুলনার সুন্দরবন ২ ঘণ্টা দেরিতে ছাড়ে। ফলে কিছুটা ফিকে হয়ে যায় ঘরমুখো মানুষের ঈদের সকল আনন্দই।

এদিকে, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে জনগণের ভোগান্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এবং যাত্রীদের জানান, যাতে মোবাইলের ম্যাসেজ দেখে প্লাটফর্মে আসেন।

কোনো রকম যানজট ছাড়াই সড়ক পথে বাড়ি ফিরছেন, ঈদে ঘরমুখী মানুষ। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি বেশি থাকলেও যানজট নেই।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শনকালে, ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে দেশের মহাসড়কগুলোতে কোনো যানজট নেই। মাত্র দেড় ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছানো সম্ভব হচ্ছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh