logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক
|  ০২ জুন ২০১৯, ১১:৩৬ | আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৪১
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ‘ওমরাহ’ পালন করেছেন। শনিবার দিবাগত রাতে তিনি প্রথমে পবিত্র কাবা শরিফের চারপাশ ‘তাওয়াফ’ করেন, এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। খবর ইউএনবির।

bestelectronics
ওমরাহ পালনকালে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। এসময় দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

মহানবী হযরত মুহাম্মদ (স.) এর রওজা জিয়ারত করতে রোববার সকালে মক্কা থেকে মদিনা নগরীতে মসজিদে নববীতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ আদায় করবেন তিনি।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ওআইসির ১৪তম ইসলামিক সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে দেশটিতে তিনদিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে চারদিনের জাপান ভ্রমণ শেষ করে শুক্রবার বিকালে দ্বিতীয় গন্তব্য সৌদি আরব পৌঁছান তিনি।

সোমবার (৩ জুন) ফিনল্যান্ডের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে ৭ জুন পর্যন্ত থাকবেন। ১২ দিনব্যাপী তিন দেশ সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

ডি/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়