• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঈদযাত্রায় ভোগাচ্ছে বৃষ্টি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৯, ১১:২১

এবার আগেই আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ঈদযাত্রায় সঙ্গী হতে পারে বৃষ্টি। ঈদের দিন যত কাছে আসবে, এই বৃষ্টি ভারী রূপ ধারণ করতে পারে।

আজ ভোর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ঈদযাত্রায় বেশ ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

গাবতলীর বাস টার্মিনালে দেখা গেছে, সকালে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার যাত্রী গাবতলীতে এসেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাবতলীতে আসতেই তাদের সবচেয়ে কষ্ট হয়েছে। বৃষ্টিতে অনেক এলাকায় পানি জমে গেছে। তাছাড়া যানবাহনও কম ছিল।

মুরাদ হাসান নামে এক যাত্রী বলেন, বৃষ্টিতে সমস্যায় পড়েছিলাম। গাবতলীতে আসার মতো কিছুই পাচ্ছিলাম না। পরে অনেক কষ্টে গাবতলী আসতে পেরেছি। তবে ঈদযাত্রা গত বছরের তুলনায় এবার স্বস্তিদায়ক হচ্ছে। কাউন্টারগুলো থেকে সময়মতো বাস ছাড়ছে।

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের বাস কাউন্টারের মাস্টাররা জানান, বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে। সর্বোচ্চ ১৫ মিনিট দেরি হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি
বৃষ্টির আশায় জেলায় জেলায় ইসতিসকার নামাজ
X
Fresh