• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদযাত্রা: সকালেই ট্রেনের শিডিউল বিপর্যয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৯, ১০:৩০
ফাইল ছবি

ঈদযাত্রায় আজ রোববার (২ জুন) ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরাঞ্চলগামী নীলসাগর এক্সপ্রেস, রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ও খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ছাড়ান কথা থাকলেও প্রায় পাঁচ ঘণ্টা দেরি করে কমলাপুর রেলস্টেশন ছাড়বে। সকাল ৬টায় ধূমকেতু ও সুন্দরবন এক্সপ্রেসের ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে সোয়া ৮টায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক জানান, দেরি হওয়ার কারণ হলো ট্রেনগুলো কমলাপুরে পৌঁছতেই দেরি করছে, ফলে ফিরতি ট্রেন হয়ে সেটির কমলাপুর ছাড়তে দেরি হচ্ছে।

সারাদিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩৭ টি আন্তঃনগরসহ ৫২টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বিঘ্নে ঈদযাত্রার প্রস্তুতি, ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
ঘণ্টা না পেরোতেই শেষ ১৪ হাজার টিকিট
৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার
X
Fresh