• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয় (ভিডিও)

সেলিম মালিক, আরটিভি অনলাইন

  ০১ জুন ২০১৯, ২৩:১৪

ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও খানিকটা বিলম্বে ছেড়েছে ট্রেন। রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ২৫টি ট্রেনের মধ্যে বিলম্বে ছেড়েছে ৫টি। এদিকে শিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার।

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের সাথে উদযাপন করতে সকাল সকাল কমলাপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন রেলপথের যাত্রীরা।

রেল স্টেশন কর্তৃপক্ষের তথ্যমতে, দ্বিতীয় দিন ৫২টি ট্রেনের মধ্যে সকাল ১১টা পর্যন্ত পাঁচটি ট্রেন বিলম্বে ছেড়েছে। এর মধ্যে রংপুর এক্সপ্রেস প্রায় দেড়ঘণ্টা দেরিতে ছাড়লেও যাত্রীরা পাননি নির্দিষ্ট ট্রেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

তারপরও কিছুটা দুর্ভোগ মেনে নিয়েই হাসিমুখে ট্রেনে যাত্রা করেছেন যাত্রীরা।

এদিকে স্টেশন ম্যানেজার জানিয়েছেন, শিডিউল বিপর্যয় কমিয়ে আনার পাশাপাশি যাত্রীদের ভোগান্তি দূর করতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ।

ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেয়া হবে না বলেও জানান তিনি।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
X
Fresh