• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দের দাবি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০১৯, ২১:৪৭

তরুণ উদ্যোক্তা তৈরির জন্য দেশে ব্যবসার পরিবেশ যথেষ্ট অনুকূল নয়। তাই বিনিয়োগ পরিবেশ উন্নত করার পাশাপাশি বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ বরাদ্দ রাখা জরুরি।

এমন মত দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বাজেট নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক আলোচনায় তারা এমন কথা বলেন।

তবে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকার দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করছে। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে হলে নতুন উদ্যোক্তা বিশেষ করে, তরুণ উদ্যোক্তার বিকল্প নেই। তাই আগামী বাজেটে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য তাদের ঋণ সহায়তা দেয়ার বিষয়টি রাখা হবে।