• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন রাষ্ট্রপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০১৯, ২১:০০
ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক), বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারসহ বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তারা।

সফরে রাষ্ট্রপতির সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী রাশিদা খানম ও মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ওই নৈশভোজে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন।

শপথ অনুষ্ঠান শেষে ভারতের রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নেবেন আবদুল হামিদ।

এছাড়া শুক্রবার সকালে নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে মোদির সাক্ষাতের সূচি রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সপ্তদশ লোকসভা নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ পেয়েছেন বিজেপির নেতা নরেন্দ্র মোদি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh