• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উত্তরায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল আড়াই মণ ধাতব মুদ্রা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০১৯, ১১:২৬
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা তিনটি বস্তা ভর্তি কয়েন, ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পেছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা ভর্তি আড়াই মণেরও অধিক ধাতব মুদ্রা উদ্ধার করেছে ডিএমপির ট্র্যাফিক উত্তর বিভাগ।

ট্র্যাফিক উত্তর বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে ট্র্যাফিক উত্তর বিভাগের টিআই খন্দকার ইফতেখার হোসেনকে জনৈক ব্যক্তি আব্দুল্লাহপুরের নরসিংদী বাস কাউন্টারের পিছনে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তা পড়ে থাকার কথা জানান। তখন টিআই ইফতেখার সার্জেন্ট এমএম খুরশিদ আলম ও সঙ্গীয় ফোর্সসহ বস্তা তিনটি উদ্ধার করে আব্দুল্লাহপুর ট্র্যাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। বস্তার মধ্যে ধাতব মুদ্রা দেখে উত্তরা পশ্চিম থানাকে খবর দেন।

পরবর্তী সময়ে উত্তরা পশ্চিম থানার সহযোগিতায় বস্তা তিনটি মুখ খুলে বিপুল পরিমাণ ধাতব মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলোর ওজন দুই মণ সাড়ে আটাশ কেজি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন। কে বা কারা এই মুদ্রা মজুত করেছিল সে বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি (তদন্ত) কাজী আবুল কালাম আরটিভি অনলাইনকে বলেন, উদ্ধারকৃত কয়েনে মোট টাকার পরিমাণ ২৪ হাজার ৭২৫ টাকা। এরমধ্যে ৫ টাকার কয়েন ১২ পিস, ২ টাকার ৮ হাজার ২০০ পিস, ১ টাকার ৮ হাজার ১৫০ পিস, ৫০ পয়সার ২০০ পিস ও ২৫ পয়সার ৬০ পিস।

তিনি আরও বলেন, কয়েনের মালিক পাওয়া না গেলে চালানমুলে বাংলাদেশ ব্যাংকে কয়েনগুলো জমা দেয়া হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে উদ্ধার করা হলো সেই ব্যাংক ম্যানেজারকে
X
Fresh