• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ককটেল আগেই পেতে রাখা হয়েছিল: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  ২৭ মে ২০১৯, ১৭:০৭

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরিত ককটেলটি আগে থেকেই পাতা ছিল।

সোমবার (২৭ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহত রিকশাচালক লাল মিয়াকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, মালিবাগ মোড়ে বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এটি একটি ইম্প্রোভাইজড ককটেল।

তিনি বলেন, ঘটনার পর কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে, আগে থেকেই গাড়িতে ককটেলটি পেতে রাখা হয়েছিল।

উল্লেখ্য, রোববার (২৬ মে) রাত ৮টা ৫৩ মিনিটে মালিবাগ মোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়া ও একজন পথচারী আহত হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh