logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ মে ২০১৯, ১৫:২৪
প্রতীকী ছবি
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

bestelectronics
সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, খুলনা ও মোংলা অঞ্চলসমূহের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি বিস্তার লাভ করতে পারে।

এছাড়া সারাদেশে দিন-রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পারে। এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আজ  ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

এস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়