• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

পরিবহনগুলো শৃঙ্খলা মেনে চললে সড়কে যানজট থাকবে না: সেতুমন্ত্রী

জুবায়ের সানি

  ২৬ মে ২০১৯, ২৩:১৫

ঈদের যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে, তাহলে সড়কে যানজট থাকবে না বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে বিআরটিসি ভবনে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস’ শীর্ষক পর্যালোচনা ও মতবিনিময়ে অংশ নিয়ে বিআরটিসির সেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগে আরও ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে এক হাজার ৮৯টি গাড়ি যাত্রীসেবা দেবে বলে জানান পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তবে বিআরটিসির বাসগুলো কেন এতো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সে বিষয়ে ক্ষোভ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সড়কের অবস্থা অনেকটাই ভালো মন্তব্য করে মন্ত্রী বলেন, পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে, তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।

২০ মে থেকে বিআরটিএ’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ২৭ মে থেকে স্পেশাল সার্ভিস শুরু হবে। তাই যাত্রী সেবা নিশ্চিত করতে, সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান মন্ত্রী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা : কাদের
X
Fresh