• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঈদে নির্বিঘ্নে যান চলাচলে প্রস্তুত হচ্ছে মহাসড়ক

স্টাফ রিপোর্টার, আরটিভি

  ২৩ মে ২০১৯, ১৩:১৩

ঈদে নির্বিঘ্নে যান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন মহাসড়ক। ইতোমধ্যেই সিরাজগঞ্জের অংশের অধিকাংশ ক্ষতিগ্রস্ত স্থান সংস্কার করা হয়েছে। এবার স্বস্তি নিয়েই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারবে বলে আশা করছে সড়ক বিভাগ।

আর যানজট এড়াতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর,পশ্চিম ও দক্ষিণ বঙ্গের ২৩ জেলার যানবাহন চলাচল করে। অন্য সময়ে দিনে ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদকে সামনে রেখে এর সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

আর একারণে প্রতিবছরই ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের।