• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অভিযানে ধ্বংস করা হলো ৪০০ মণ আম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৯, ২০:২৫

রাজধানীতে যাত্রাবাড়ীর আড়তে অভিযান চালিয়ে ৪০০ মণ আম ধ্বংস করেছে র‌্যাব।

বুধবার (২২ মে) র‌্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম এই অভিযান চালায়।

সারওয়ার আলম বলেন, মে মাসের শেষের দিকে আমগুলো বাজারে আসার কথা। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগে ভিন্ন উপায়ে আমগুলো পাকিয়ে বাজারে এনেছেন।

পরে আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ মণ আম নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে সেগুলো নষ্ট করা হয়। এছাড়া এই অভিযানে আড়তের নয় প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়।

মা এন্টার প্রাইজ, সাদ্দাম এন্টার প্রাইজ ও নাঙ্গলকোট এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা করে, নান্নু এন্টারপ্রাইজ ও সজীব এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা করে, বন্ধু বাণিজ্যালয় ও মাদারীপুর বাণিজ্যালয়কে ২ লাখ টাকা করে, চন্দ্রপুরী সবজি ভান্ডার ও সাবিহা বানিজ্যালয়কে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পরিবারের লোকজনও আমাদের শুধু টাকার গাছ মনে করে’
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
যে কারণে থানায় যেতে হলো আমির খানকে
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh